
বারহাট্রা নিউজ গ্রুপে Komol Ahmed এই নামে ফেইসবুক আইডি থেকে আমার ছবি ব্যবহার করে তার কাছ থেকে আমি টাকা নিয়েছি বিদেশ নেব বলে,এমন অভিযোগ এনে Komol Ahmed করে, সে সম্পর্কে আমার চাচা শশু হয়।
তাকে প্রায় ১ বছর আগে আমি তাকে সৌদিআরব নেয়,সেখানে ৮ মাস কাজ করার পর একটা চোরাই গাড়ি কিনেছিল কম টাকার মাঝে, পরে সৌদি পুলিশ তাকে হাতেনাতে আটক করে বাংলাদেশে পাঠিয়েছে।
বাংলাদেশে এসে প্রায় দুই তিন মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যামে আমার ছবি ব্যবহার করে যা আমার দৃষ্টিতে আসে,তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সৌদিআরব প্রভাশী নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার আশিয়ল গ্রামের বাবুল মিয়ার ছেলে শাওন আহেম্মদ।
তিনি বলেন-২০২৩ সালে জুলাই মাসে আমরা দুই ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে আসি এরপর ঢাকা থেকে হেলিপ্টার যোগে আমাদের গ্রামের বাড়ি বারহাট্রা উপজেলায় আশিয়ল আসি। তারপর বিয়ে করে আবার আমাদের কর্মস্থল সৌদিআরব চলে যায়।
আমার চাচা শশুর কে এক বছর আগে সৌদিআরব নিয়ে আসি সেখানে ৮ মাস কাজ করার পর সৌদি পুলিশের কাছে আটক হলে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।
আজ থেকে প্রায় দুই তিন মাস আগে বাংলাদেশে আসে সে আজ সে হঠাৎ করে প্রতিহিংসার বসত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যামে যে সংবাদটি প্রকাশ করেছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।
নিবেদক
শাওন আহম্মেদ
পিতা বাবুল মিয়া
গ্রাম আশিয়ল
থানা বারহাট্রা
জেলা নেত্রকোনা