
রাজধানীর লালবাগ থানার আজিমপুর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বেলুন-পায়রা উড়িয়ে আজিমপুর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। উদ্বোধন শেষে সম্মিলিত মোনাজাত করা হয়।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেনের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) উদ্যোগে আজিমপুর পুলিশ ফাঁড়ির নতুন ভবন নির্মাণ করা হয়।
ভবনটি নির্মাণে সার্বিক সহযোগিতায় ছিলেন লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে