নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি ও অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্যাদি উৎপাদন করে প্রতারণার দায়ে পিরোজপুরের নাজিরপুরে সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিস নামের একটি অবৈধ আইসক্রিম কারখানার মালিক ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ফজলে রাব্বি। এসময় বিপুল পরিমাণ আইসক্রিম, ক্ষতিকর রং ও ফ্লেভার জব্দ করে এবং কারখানাটি সিলগালা করেন।সোমবার (২৩ জুন) দুপুর ২ টায় উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মো. ফজলে রাব্বী, ও সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট কৌশিক আহমেদ এবং স্যানিট্যারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস।এসময় কারখানা মালিক পক্ষে মো. হাসান শেখ (৩৫) কে নিরাপদ খাদ্য আইন ২০১০ এর ৩৯ ধারা দন্ডবিধিতে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। মো. হাসান শেখ নাজিরপুর সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের কবির শেখের পুত্র।এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বী বলেন, উক্ত কোম্পানির কোন প্রকার লাইসেন্স নাই এবং বিএসটিআই এর কোনো অনুমোদন না থাকায় নিরাপদ খাদ্য আইন ২০১০ এর ৩৯ ধারা দন্ডবিধিতে দুই লক্ষ টাকা জরিমানা করেছি এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। ফুড গ্রেড ও লাইসেন্স না হওয়া পর্যন্ত কারখানটি সিলগালা থাকবে।