
স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে।মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। দিনটি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে টিডিএস ট্রেনিং শাখার সম্মুখে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। আজ টিডিএস এ কর্মরত সকল স্টাফদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন টিডিএস ট্রেনিং এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।
শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে অতিরিক্ত ডিআইজি ট্রেনিং এর নের্তৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। ক্লাস রুমে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু গবেষক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম। পরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপর প্রামাণ্য ছবি প্রদর্শন করা হয়। বক্তব্যে অতিরিক্ত ডিআইজি বলেন বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে নিজেদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে আপনারা ও আপনাদের সন্তানদেরকে উনার জীবন সম্পর্কে ভিডিও ক্লিপ্সগোলো দেখানোর প্রতি জোর আবেদন রইল।
এই সময় ট্রেনিং শাখার সকল ইন্সট্রাক্টর বৃন্দ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে