এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর সরকারি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার কলেজ হলরুমে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ। ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুফতি ফজলুল হক জামালী”র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা কমিটি-২০২৫ এর আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গাজী শাহ্ আল হেলালী, কলেজ ছাত্রদলের আহবায়ক জাকির হোসাইন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এইচএসসি একটি গুরুত্বপূর্ণ ধাপ। একে সঠিকভাবে অতিক্রম করে জাতির ভবিষ্যৎ কর্ণধার হতে হবে। নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং ইতিবাচক মানসিকতা শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি। এবার শেরপুর সরকারি কলেজ থেকে মোট ১ হাজার ৬ শত জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিবে। এদের মধ্যে মানবিক শাখায় ৫৮০ জন, ব্যবসায় শাখায় ৩৮৬জন এবং বিজ্ঞান শাখায় ৬৩৫ জন শিক্ষার্থী। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।