
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে সাত এমপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১
(আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু,গোলাম সরোয়ার ফোরকান,খলিলুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম,জাতীয় পার্টির মোঃ খলিলুর রহমান, এনপিপি পার্টির মাহবুবুর রহমান, বিএনএম পার্টির মাসুদ কামাল, তৃণমুল বিএনপির ইউনুস সোহাগ, তরিকত ফেডারেশনের শাহ মোঃ আবুল কামাল মনোনয়নপত্র দাখিল করেছেন। মাহবুবুর রহমান, মাসুদ কামাল, ইউনুস সোহাগ ও শাহ মোঃ আবুল কামাল।স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান ট্রাক প্রতিক ১৮ হাজার ৭’শ ৫৪, নুরুল ইসলাম কেতলি প্রতিক ৯’শ ৯৬ এনপিপি প্রার্থী মাহবুবুর রহমান ১৭৩, তৃণমুল বিএনপির ইউনুস সোহাগ ২৮৮, জাতীয় পার্টির খলিলুল রহমান ৩৪৪, বিএনএম পার্টির মাসুদ কামাল ৬৬ ও তরিকত ফেডারেশন পার্টির শাহ আবুল কালাম ৪২০ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের ধারা মতে সাত প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বলেন, কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।