
আলমগীর হোসেন কালিগঞ্জ ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসের হল রুমে ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়,
বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ব্যবস্থাপনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহর সভাপতিত্বে ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মমিনুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কণিকা সরকার ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের কবির আহমেদ, ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শোকর আলী , মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পলাশ কুমার সেন প্রমূখ।
প্রস্তুতি সভায় আগামী ১৫ জানুয়ারি থেকে ক্রিকেট খেলা, ১৬ জানুয়ারি ভলিবল খেলা, ও ১৭ জানুয়ারি উপজেলা পরিষদ মাঠে অ্যাথলেটিকস উপযোগিতা অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী শীতকালীন জাতীয় স্কুলে মাদ্রাসা সমিতির অ্যাথলেটিক ভলিবল ক্রিকেট খেলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং প্রতিযোগিতার সুন্দরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। এ সময় কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।