ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নড়াইলে অনলাইনে কম্বল বিক্রির নামে প্রতারণা, আপন দুই ভাই গ্রেফতার

নড়াইলে “ইলোরা ফ্যাশন” নামক ফেইসবুক পেইজে বিভিন্ন প্রকার কম্বলের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগে প্রতারক আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো: মেহেদী হাসান। এর আগে এদিন ভোরে জেলার কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আ: কুদ্দুস শেখের দুই ছেলে মো: শাহজালাল শেখ (২৭) এবং মো: শাহ্ জামান (২৩)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৪ ডিসেম্বর ভুক্তোভুগী মো: রেজওয়ান সিদ্দিকি ইমরান (৩২) “ইলোরা ফ্যাশন” নামক ফেইসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে ১,৫৫০ টাকা মূল্যের ২টি কম্বল অর্ডার দেন। প্রতারক চক্র তাকে ম্যাসেঞ্জারে কল দিয়ে কুরিয়ার খরচ বাবদ অগ্রিম টাকা চাইলে ভুক্তভোগী নগদ একাউন্টে টাকা পাঠায়। পরে বিভিন্ন ছলচাতুরী করে ভুক্তভোগীর কাছ থেকে ছয় ধাপে সর্বমোট ২৭,৯০০ নগদ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয়। এঘটনার ভুক্তভোগী বাদী হয়ে (৮ জানুয়ারি) অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ নড়াইল জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম প্রতারক চক্রকে সনাক্ত করে মঙ্গলবার ভোরে জড়িত দুইজনকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন ও ১৬টি বিভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিম উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করেছে। এই চক্রটি দেশের বিভিন্ন জেলার মানুষকে অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ জানায় তাদের মোবাইল সিমের বিকাশ একাউন্টের স্টেটমেন্ট পর্যালোচনা করে দেখা গেছে গেলো ১ বছরে সর্বমোট ২৩,৪৫,৫৪৬ টাকা লেনদেন করেছে। এছাড়া, আসামী মো: শাহজালাল শেখ এর নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী থানায় এবং ২০২২ সালে হাজরীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক ২টি প্রতারণার মামলা রয়েছে।

শেয়ার করুনঃ