
নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার বীর মুক্তিযোদ্ধা নির্পদ ত্রিপুরা (৭৬) শুক্রবার সকাল ৯টার দিকে নিজ গৃহে আগুনের তাপের জন্য দাঁড়ালে গায়ে জরানো কম্বলে আগুন লেগে যায় এতে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। এলাকা বাসী দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার (৯ জানুয়ারী ২০২৪) গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী দূর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মারমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
৬ জানুয়ারী ২০২৪ রাষ্ট্রিয় মর্যাদায় যথাযোগ্য সম্মানে সৎকার করা হয় করা হয় বীর মুক্তিযোদ্ধা নির্পদ ত্রিপুরাকে। এ,জেড, এম নাহিদ হোসেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে গুইমারা থানা পুলিশের সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।