
ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে এমপি পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি। তিনি ১৯ হাজার ২৭১ ভোট বেশি পেয়ে নৌকার মাঝি নির্বাচিত হওয়ায় মেজর জেনারেল অব: আব্দুস সালামকে ফুলেল শুভেচছা জানান উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আওয়ামীজনগণ। এছাড়া তিনি ১৯৯৬ ও ২০০৮ সালে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তিনি ফুলেল ভালোবাসায় সিক্ত হন। এ বিষয়ে মেজর জেনারেল অব: আব্দুস সালাম বলেন, এ জয় শুধু আমার একার নয়, এ জয় শেখ হাসিনার, এ জয় আপনাদের তথা নান্দাইলবাসীর। আমাকে নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আপনাদেরকে সাথে নিয়ে নান্দাইলবাসীর উন্নয়নে কাজ করে যাবো-ইনশাল্লাহ। উল্লেখ্য ৭ই জানুয়ারি নির্বাচনে ১২১টি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দি ঈগল প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট।