ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়ি আসনে নির্বাচিত কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছাে

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে হ্যাট্রিক আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় নেতাকর্মীসহ হাজারো মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। তাকে আবারও নির্বাচিত করায় জেলাবাসীর কাছে কৃতজ্ঞা প্রকাশ করেন এবং এলাকার সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষাও উন্নয়নে তাকে অতীতের মতো সহযোগিতা করার অনুরোধ জানান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো নির্বাচন হন।

নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী জাতীয় পাটির প্রার্থী মিথিয়া রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট পেয়েছেন। এছাড়া তৃণমূল প্রার্থী উশৈপ্রু মারমা (সোনালি আঁশ) ৯ হাজার ৫২৬ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মোস্তফা (আম প্রতীক) ৮ হাজার ৪৫৬ ভোট পেয়ে জানানত হারান। নির্বাচনে ভোট পড়ছে ৪৯.৯৮ শতাংশ।

তবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২৪ কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে কোন ভোট পড়েনি এবং একই উপজেলার দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে মাত্র একটি। পানছড়ির সহকারী রিটার্নিং কর্মকর্তা অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেন।

দীঘিনালা উপজেলায় ৩টি কেন্দ্রে শূন্য গেছে। একই উপজেলার আরো ৫টি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৮টি। এই আট কেন্দ্রের বিপরীতে ভোটার ছিল ২৪ হাজার ৮৯৩ জন।
লক্ষ্মীছড়ি উপজেলার ১২ কেন্দ্রের মধ্যে ৫টিতেই ভোট পড়েনি। এরমধ্যে বর্মাছড়ি ইউনিয়নের ৪টি ও সদর ইউনিয়নের ১টি।

শূন্য ভোট কেন্দ্রগুলো হচ্ছে, পানছড়ি উপজেলার লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুদুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিষ্টমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দীঘিনালার কেন্দ্রগুলো হলো- নূনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন্দ্রমনি কার্বারী পাড়া, জারলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধীরেন্দ্র হেডম্যান পাড়া, ২ নং বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলায় ৫টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি। এদিকে পানছড়ি উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে ৪ যুবকের ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

স্ব-স্ব উপজেলায় নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্রে এই তথ্য জানানো হয়। তবে, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এ বিষয়ে কথা বলেনি।

শেয়ার করুনঃ