
জামালপুর সদরে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল নিষ্কিয় করা হয়েছে। মঙ্গলবার (৯জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইলের ঘাটাইল থেকে আগত সেনাবাহিনীর বিস্ফোরক টিমের ক্যাপ্টেন মুনতাছিরের নেতৃত্বে একটি দল এসে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে নিষ্ক্রিয় করেন।
এসময় উপস্থিত ছিলেন- সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদের, র্যাব-১৪ এর জামালপুর কর্মকর্তা মেজর মো. আবরার ফয়সাল সাদী, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস, জামালপুর সদরের এএসপি সোহরাব হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবিরসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সোমবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের পরিত্যক্ত একটি জায়গায় ওই মর্টার শেলটি পাওয়া যায়। সদর উপজেলার কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি ওয়েল্ডিং দোকানের মিস্ত্রী জাহাঙ্গীর দোকানের পাশের পরিত্যাক্ত জায়গায় প্রথমে মর্টার শেলটি স্থানীয়রা দেখতে পান।