ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা আটক
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাধন গ্রেফতার
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে হাট বসানোর পাঁয়তারা
খুলনায় যৌথ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নৌপথে ৭ দিনের অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক ১৭২
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে
বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ঘোড়াঘাটে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারী ‘আরজন ‘গ্রেফতার
শিক্ষা বিষয়ক বিশেষ প্রবন্ধ: শিক্ষার্থীদের জীবন গঠনে শৃঙ্খলাবোধ
পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
আত্রাইয়ে ১ হাজার ৮’শত কৃষককে বিনামূল্যে প্রনোদনার সার ও বীজ বিতরণ

নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ উপনেতা সদ্য নির্বাচিত মতিয়া চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

 শেরপুর জেলার নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত ও নবনির্বাচিত (ষষ্ঠ বার) সংসদ সদস্য, জাতীয় সংসদ উপনেতা বাংলার অগ্নিকন্যা খ্যাত বেগম মতিয়া চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
৮জানুয়ারি সোমবার রাতে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে নকলা পৌর শহরের জালালপুর এলাকাস্থ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পকৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর বাসভবনে গিয়ে নকলা প্রেসক্লাবের পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জনানো হয়।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রথিতযশা সাংবাদিক মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু,  যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, সদস্য রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাত, তরুণ সাংবাদিক হাসান মিয়াসহ অন্যান্যদের মধ্যে সরকারি হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মনসুরসহ অনেকে উপস্থিত ছিলেন।
নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ষষ্ঠবারের মতো বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত বেগম মতিয়া চৌধুরী”র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তাছাড়া এমন মহাননেত্রীকে বারবার নকলা-নালিতাবাড়ীর রাজনৈতিক অভিভাবক হিসেবে নির্বাচিত করায় নির্বাচক মন্ডলী তথা ভোটারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
এসময় জাতীয় সংসদ উপনেতা বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী বলেন- “আপনাদের লেখনীর মাধ্যমেই দেশ-জাতির উন্নয়ন ও সম্ভাবনা সমূহ দেশ-বিদেশের জনগন জানতে পারেন”। তাই সব সময় দেশ, জাতি ও সরকারের উন্নয়ন ও সম্ভাবনা সমূহ বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার আহবান জানান তিনি। বিদায়ের প্রাক্কালে নকলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের  উত্তরোত্তর সাফল্য কামনা করেন অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।
সবশেষে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু নকলাবাসীর অহংকার নিরাপদ আশ্রয়ের কান্ডারী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী-কে প্রেস ক্লাবের পক্ষে ফুললে শুভেচ্ছা জানানোর জন্য অতিস্বল্প সময়ের নোটিশে যথা সময়ে উপস্থিত হওয়া কলম সৈনিক সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ষষ্ঠবারের মতো ভোটারদের মহামূল্যবান রায়ের মাধ্যমে নকলা ও নালতাবাড়ীর সাধারণ জনগণ আবারো নিরাপদে বসবাসের পরিবেশ পেলেন বলে মনে করছেন নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ