
অদ্য ০৮ জানুয়ারি—২০২৪ইং, সোমবার, চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা ও বানোয়াট মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান’কে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ভীত হয়ে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলা রুজু করে ঘর—বাড়ি ছাড়া করার অপচেষ্টা দীর্ঘ পনের বছর ধরে চালিয়ে যাচ্ছে। গত ০৭ জানুয়ারি—২০২৪ইং অবৈধ আওয়ামীলীগ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কতৃক পরিচালিত একতরফা ডামি ও জনবিচ্ছিন্ন নির্বাচন বন্ধের দাবীতে বিএনপি ঘোষিত হরতাল কর্মসূচির ২য় দিনে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকায় বিএনপির শান্তিপূর্ণ মিছিল কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান উপস্থিত না থাকা সত্বেও তার বিরুদ্ধে মামলা দায়ের করে সরকারের দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। সেদিন সারাদেশে ভোটার শূণ্য ভোট ভোট কেন্দ্রই প্রমাণ করেছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার আদায়ে রাজপথের সংগ্রাম চালাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকার একের পর মিথ্যা, বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতন করার মাধ্যমে তাদের ফ্যাসিবাদী আচরণকে নগ্নভাবে উপস্থাপন করেছে। আওয়ামীলীগ যতই অত্যাচার করুক, তবুও বাংলাদেশ জাতীয়তাবাদী দল — বিএনপি গনতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সাধারণ জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।
বিবৃতি দাতাগন অবিলম্বে আলহাজ্ব আবু সুফিয়ান সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানান।