
পটুয়াখালী জেলার ৪ টি সংসদীয় আসনের বৈধ ২২ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১৪ জন। যারা জামানত হারিয়েছেন তাঁরা হলেন,
পটুয়াখালী-১ ও ৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের কে,এম, আনোয়ারুজ্জামান মিয়া(৩২০) এবং বিশ্বাস শিহাব পারভেজ মিঠু(২৮১) ভোট।
পটুয়াখালী -,২,৩ ও ৪ আসনে জাতীয় পার্টি’র মোঃ মহসীন হাওলাদার (২৯৫১),মোঃ নজরুল ইসলাম (৩২১) এবং আঃ মন্নান হাওলাদার (৩৫০) ভোট। পটুয়াখালী -১ ও ৩ আসনে ন্যাশনাল পিপলস্ পাটি(এনপিপি)’র মোঃ নজরুল ইসলাম (২৫০৩) এবং মোঃ ছাইফুর রহমান(৪১২) ভোট।
পটুয়াখালী -২ ও ৩ আসনে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ’র মোঃ জোবায়ের হোসেন (২২৩১) এবং এ ওয়াই এম কামরুল ইসলাম (১১৯) ভোট। পটুয়াখালী -১ আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশন( বিটিএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ( মুক্তি জোট) ‘র মোঃ খলিল (১২৯৮) এবং মহিউদ্দিন মামুন (৩৯৯) ভোট।
পটুয়াখালী -২ আসনে তৃনমুল বিএনপি’র মাহবুবুল আলম (১২৯৫) ও পটুয়াখালী -৩ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি ( বি.এস.পি)’র মোঃ নূরে আলম(১০৪) এবং পটুয়াখালী – ৪ আসনে বাংলাদেশ কংগ্রেস এর জাহাঙ্গীর হোসাইন (২৩৩) ভোট।
প্রসঙ্গত: পটুয়াখালী -১ আসনে বাংলাদেশ কংগ্রেস এর মনোনীত প্রার্থী মোঃ নাসির উদ্দিন তালুকদার ২৭৮৯২ ও পটুয়াখালী – ২ আসনে জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মোঃ মহসীন হাওলাদার (২৯৫১) ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।তারপর ও মোঃ মহসীন হাওলাদার এর জামানত বাজেয়াপ্ত হয়েছে।