
নির্বাচন মানে জয়-পরাজয় অনিশ্চয়তার খেলা। তবে এবারও এমন কয়েকজন প্রার্থী রয়েছেন, যারা কখনও পরাজিত হননি। তারা এবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন। অপ্রতিদ্বন্দ্বী এই নেতাদের মধ্যে একজন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এই আসন থেকে ১৯৮৬ সাল থেকে সর্বশেষ ২০২৪ সাল পর্যন্ত একটানা মোট আটবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। দীর্ঘ ৩৫ বছর ধরে সাধারণ মানুষের আস্থা ধরে রাখার কারনে তিনি সংসদ সদস্যের পাশাপাশি বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য, ২০০৯ সালে প্রতিমন্ত্রী এবং ২০১৪ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।