
দ্বাশদ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ৯৭ হাজার ৫৭৯ ভোট বেশি পেয়ে একটানা তৃতীয়বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তারুণ্যের অহংকার জননেতা শিবলী সাদিক। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৭৯ হাজার ৮২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী ট্রাক মার্কা নিয়ে পেয়েছেন ৮২ হাজার ২৪৮ ভোট।
এছাড়াও স্বতন্ত্রপ্রার্থীদ্বয় শাহনেওয়াজ শুভ শাহ ঈগল প্রতিকে ১ হাজার ৬০, মোফাজ্জল হোসেন সোনালী আঁশ প্রতিকে ৬০৩ এবং জাসদের শাহ আলম বিশ্বাস মশাল প্রতিকে ৬৭৭ ভোট পেয়েছেন।
রবিবার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সুসম্পূর্ণ হয়েছে। অত্র আসনে কোনো জায়গায় কোনো গোলমালের ঘটনা ঘটেনি।
সারাদেশের ন্যায় নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য অর্থাৎ ভোটপ্রদান না করার জন্য জামায়াত-বিএনপি লিফটে বিতরণ অব্যাহত রেখেছিলেন। তবে, ইউএনও নুজহাত তাসনীম আওন এর বিচক্ষণতা ও কঠোর হস্তক্ষেপে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি ছিল সুন্দর ও স্বাভাবিক। ভোটারেরা নিবির্ঘে দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলায় ভোটারেরা উৎসব মূখর পরিবেশে ভোট প্রদান করেন।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরামপুর উপজেলাসহ দিনাজপুর-৬ আসনে সুন্দর ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ সু-সম্পূর্ণ হয়েছে।