ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৪টিতে আ’লীগ, ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়ার মোট ছয়টি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
রোববার রাত সাড়ে ১০টার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট। এ আসনে ২ লাখ ৫২ হাজার ৫৪৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯১০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা শতকারা হারে ৫৪.৬১ শতাংশ। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন মঈন ৮৪ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দুইবারের সাবেক সাংসদ জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা মো. জিয়াউল হক মৃধা পেয়েছেন ৫৫  হাজার ৪৩১ ভোট। এ আসনে ৪ লাখ ১০ হাজার ৭২ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৯৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা শতকরা হারে ৩৬.৮১ শতাংশ। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও পেয়েছেন ৬৪ হাজার ৩৭ ভোট। এ আসনে ৬ লাখ ২১ হাজার ৫৮৪ জন ভোটারের মধ্যে ২ লাখ ২৯ হাজার ৭৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা শতকরা হারে ৩৬.৯৭ শতাংশ। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আরেক হেভিওয়েট প্রার্থী দুইবারের আইনমন্ত্রী আনিসুল হক ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান আম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। এ আসনে ৪ লাখ ২ হাজার ৫৯০ জন ভোটারের মধ্যে ২ লাখ ৩৪ হাজার ৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা শতকরা হারে ৫৮.১৩ শতাংশ। এ আসনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফয়জুর রহমান ১ লাখ ৬৫ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মোবারক হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট। এ আসনে ৪ লাখ ৩২ হাজার ৩০৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৮৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা শতকরা হারে ৪০.৯১ শতাংশ। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আরেক হেভিওয়েট প্রার্থী, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম ১ লাখ ৯৩ হাজার ৮৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. আমজাদ হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১৭ ভোট। এ আসনে ২ লাখ ৬৪ হাজার ৪৩৩ জন ভোটারের মধ্যে ২ লাখ ৯৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা শতকরা হারে ৭৬ শতাংশ। এ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার মোট ছয়টি আসন থেকে সর্বমোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।

শেয়ার করুনঃ