
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ মঈন উদ্দিন মঈন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচনের। সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নির্বাচনের ফলাফল বিশ্লেষণে জানা যায়, ৮৪ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ মঈন উদ্দিন মঈন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন ৫৫ হাজার ৪৩১ ভোট।
এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী মাইনুল হাসান তুষার সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩১৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪০৮ ভোট। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মোঃ আবুল হাসনাত আমিনী মিনার প্রতীকে পেয়েছেন ৯৯৪ ভোট।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী সৈয়দ জাফরুল কুদ্দুছ ফুলের মালা প্রতীকে পেয়েছেন ৫২২ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মোঃ রাজ্জাক হোসেন আম প্রতীকে পেয়েছেন ৩৭৯ ভোট।