প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ
নেতা কর্মী ছাড়া একা-একা বাজিমাত দেখালেন ব্যারিস্টার সুমন

দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দুইবারের সংসদ সদস্য ও বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর নৌকা ।
স্থানীয়ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনায় রবিবার (৭ জানুয়ারি) রাতে বর্তমান এমপি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৪৩০ ভোট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার সুমন ১ লাখ ৬৮ হাজার ৫৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপস্থিতি দিয়ে তিনি সাধারণ জনগণের প্রবল জনপ্রিয়তা অর্জন করেন। দলের কোন নেতা কর্মী ছাড়া একা-একা বাজিমাত দেখিয়েছেন জনগণ যদি পক্ষে থাকে বিজয় চিনিয়ে আনা সম্ভব ।
হবিগঞ্জ-৪ চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত আসনে ভোটার সাকুল্যে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। অর্থাৎ ১১ ভাগের এক ভাগ।
সুমন আইন পেশায় ব্যারিস্টারি পড়ে এসেছেন যুক্তরাজ্য থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিলেন। রাজনীতিতে যুক্ত ছাত্রজীবন থেকেই, ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। এসব ছাড়িয়ে তিনি এখন তার পরিচয় ‘সোশাল মিডিয়া সেলিব্রিটি’।
সাধারণ জনগণ তাকে চেনে ‘ব্যারিস্টার সুমন’ ভাই নামে। ‘ব্যারিস্টার সুমন’ পরিচয় নিয়েই দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জে ৪ আসনে( চুনারুঘাট মাধবপুর) স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর নৌকা ডুবিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ৪৩ বছর বয়সী ব্যারিস্টার সুমন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.