ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ১ম ইফতার ও দোয়া মাহফিল
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ
আশুগঞ্জে চোরাইভাবে আনা ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন ও প্রবক্সকারসহ আটক-০২
আমরা চাই ঢাকা হোক ‘ন্যায্যতার শহর’: পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক
প্যারিসে আয়োজিত পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়েছেন ডিএনসিসি প্রশাসক
জাতীয়তাবাদী দলের দুর্দিন, দুঃসময়ের নিবেদিত কর্মী ছিলেন সাংবাদিকতার পাশাপাশি বিএনপি’র নেতা… শিমুল 
দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে:-আবু সুফিয়ান মুক্তার
ফুলবাড়ীতে থাউজেন্ট হসপিটালাস্ এর উদ্যোগে মাঝে ইফতার বিতরণ
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন -ড. রেজাউল করিম
রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
গাইবান্ধায় এবি পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
শংকরপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা
সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” উদযাপন

উজিরপুরে ব্যবসায়ীকে প্রতারণা করে ৮ হাজার টাকা নিয়ে গেলেন প্রতারক

বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর বাজারে এক ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলে ৮ হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক। ২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় প্রতারণার ঘটনা ঘটে। উজিরপুর বাজারের মুদি ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মেসার্স সততা এন্টারপ্রাইজের মালিক মোঃ হানিফ হাওলাদার বলেন সকালে দোকান খোলার পর এক ভদ্রলোক এসে বলেন আমি এতিমখানায় দোয়া পড়াবো। ১০-১৫ হাজার টাকার একটি তালিকার লিস্ট দিয়ে বলে লিস্ট অনুযায়ী আমাকে সবকিছু মেপে দেন।

তালিকায় গুড়া দুধের নামও রয়েছে। আমাকে বলে গুড়া দুধ আছে, আমি বলি নাই, তাই বলেন আমার লোক আসিতেছে টাকা নিয়ে। শিকারপুর গেছে ৩০ কেজি গরুর গোস্তের অর্ডার দিতে। আপনি আমাকে ৮ হাজার টাকা দিন আমি অন্য দোকান থেকে দুধ কিনে নিয়ে আসি। এই বলে তার সাথে থাকা ১২ বছরের একটি মাদ্রাসার ছাত্রকে রেখে ৮ হাজার টাকা নিয়ে অন্য দোকানে গুড়া দুধ কিনতে যায়। এর পর আর ফেরেননি। দোকানে রেখে যাওয়া শিশুটিকে ব্যবসায়ীরা জিজ্ঞাসা করলে শিশুটি বলেন আমি শিকারপুর মাদ্রাসায় পড়াশুনা করি। শিকারপুর মাদ্রাসার হুজুর কে বলেন দুই বেলা মাদ্রাসায় খাবার দিব। বাজারের কথা বলে হুজুরের কাছ থেকে শিশুটিকে নিয়ে আসেন প্রতারক চক্র। শিশুটির মাদ্রাসায় ফোন করলে এক হুজুর এসে শিশুটিকে নিয়ে যায়। হুজুর ওই প্রতারককে চিনেনা বলে জানান। ওই বাজারের মিষ্টি ব্যবসায়ী চান মিয়া জানান তার দোকানে ৩৫ কেজি মিষ্টির অর্ডার দেয়। অর্ডার দিয়ে কিছুক্ষণ পর ১ হাজার টাকা চায়। আমি ১ হাজার টাকা দেয়নি এবং আর মিষ্টি নিতেও আসেনি।

শিকারপুর বাজারের গোস্ত ব্যবসায়ী আনোয়ারের সাথে জানতে চাইলে তিনি বলেন সকাল ৬ টার সময় আমার কাছে এক ভ্যান চালক, মাদ্রাসার হুজুর মাওলানা ওমর ফারুক সহ মাদ্রাসার এক ছাত্রকে নিয়ে এসে ৩০ কেজি গোস্তের অর্ডার দেয়। এরপর আমাকে বলেন আমার লোক টাকা নিয়ে আস্তে দেরি হচ্ছে আমাকে ১০ হাজার টাকা দিন আমি মাছ কিনে নিয়ে আসি আমি টাকা দেইনি।

পরে মাদ্রাসার ছাত্রকে নিয়ে আমার সামনে থেকে চলে যায়। কিন্তু পরবর্তীতে আর গোস্ত নিতে আসেনি ওই প্রতারক। মাদ্রাসার হুজুর মাওলানা ওমর ফারুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মাদ্রাসায় এতিমদের দুই বেলা খাওয়াবে বলে আমাকে ও ছাত্রকে নিয়ে বাজারে যায় বাজার করার জন্য আমি ওই লোককে চিনি না। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ