
নড়াইল-১ আসনে টানা চারবার আওয়ামী লীগ প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ২০৫ ভোট। দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চারবার বিজয়ী হলেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মিলটন মোল্যা পেয়েছেন ৩ হাজার ৭৫৪ ভোট। এছাড়া ওয়ার্কার্স পার্টির প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১৯৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী সিকদার শাহাদাত হোসেন দুলু পেয়েছেন এক হাজার ৩১ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক ৮৮১ ভোট, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী ৫৬৩ ভোট এবং জাতীয় পার্টির (জেপি মঞ্জু) শামিম আরা পারভীন ৫১৩ ভোট।
এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক গত ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী স্বামী কবিরুল হক মুক্তিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন। কেন্দ্র সংখ্যা ১১০ এবং বুথ সংখ্যা ৬৩০।