
পিরোজপুর -১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম। রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মোট পেয়েছেন ৮৫ হাজার ৪১০ ভোট।
এডভোকেট শ ম রেজাউল করিম ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৮ সালের নির্বাচনের পর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পান। পরে তাকে ওই মন্ত্রণালয় থেকে সড়িয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট। তিনি ‘ঈগল ‘ প্রতীক নিয়ে নির্বাচন করেন।
তিন উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড়ে ভোট পড়েছে ৪৫.২৮ শতাংশ। তিন উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটকেন্দ্র ১৬৭টি এবং ভোটার সংখ্যা ১৬৬২০৫ জন।