প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৪, ৭:২৬ পূর্বাহ্ণ
নওগাঁ-৬ আসনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন নির্বাচিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি কে ৫ হাজার ৮৮২ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন। তিনি পেয়েছেন ৭৪ হাজার ৮৯১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি (নৌকা) পেয়েছেন ৬৯ হাজার ৯ ভোট।
গতকাল রবিবার (৭ জানুয়ারি) নওগাঁ জেলা রিটার্নিং অফিসার মো.গোলাম মওলা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন। প্রিজাইডিং অফিসারদের দেওয়া হিসাব অনুযায়ী এ আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি।মোট ভোটার ৩ লাখ ২৭ হাজার ৯৭১ জন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.