
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় দুই আসনেই আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী। পঞ্চগড়-১ আসনে নাইমুজ্জামান ভুইয়া মুক্তা। পঞ্চগড়-২ আসনে এ্যাড. নুরুল ইসলাম সূজন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর) আসনে নৌকা প্রতীক সহ ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বেসরকারিভাবে নাইমুজ্জামান ভুইয়া মুক্তা নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৪২ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট। পঞ্চগড়-১ আসনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের নাইমুজ্জামান ভূইয়াকে বিজয়ী ঘোষণা করা হয়।
পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ২২ জন। পঞ্চগড়-২ (দেবীগঞ্জ ও বোদা উপজেলা) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জেলা আওয়ামলীগের সভাপতি ও রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সূজন নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পাটির (জাপা) লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট। পঞ্চগড়-২ আসনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের এ্যাড. নুরুল ইসলাম সূজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
পঞ্চগড়-২ আসনে ৩লাখ ৮৯ হাজার ৯ শ ৪১ জন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয় হলরুমে ভোটের ফলাফল ঘোষণা করেন।