
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জুম্মার নামাজ শেষে উজিরপুর ও পৌরসভা সহ বিভিন্ন জামে মসজিদের মুসল্লীগন ইসরাইল-ফিলিস্তিনের চলমান যুদ্ধের প্রেক্ষিতে ফিলিস্তিনিদের উপর হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উজিরপুর উপজেলায় ২০ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ বাদ বিভিন্ন জামে মসজিদে ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়ায় ধর্মপ্রাণ মুসল্লীগন অংশগ্রহণ করেন। এ সময় দোয়ায় ফিলিস্তিনিতে ইসরাইলি হামলায় যত নর নারী শিশু নিহত হয়েছেন সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন এবং ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সকল দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ও আল্লাহর কাছে বিচার দাবি করেন।