প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৪, ৬:৫৭ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ-২ থেকে নজরুল ইসলাম বাবু বিজয়ী
নারায়ণগঞ্জ-২ আসন থেকে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নজরুল ইসলাম বাবু।
নারায়ণগঞ্জ ২ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ৩৩ হাজার ২৬৭ জন। এর মধ্যে ভোট প্রদান করেছে এক লক্ষ ৮১ হাজার ৮৪৫ জন ভোটার।
নৌকা প্রতীকে নজরুল ইসলাম বাবু পেয়েছেন এক লক্ষ ৬৮ হাজার ২৪২ ভোট, জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৫৬ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ১৫৩৭ ভোট,
স্বতন্ত্র প্রার্থীর শরিফুল ইসলাম ঈগল প্রতীকে পেয়েছেন ১৪২৯ ভোট, তৃণমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীকে আবু হানিফ হৃদয় পেয়েছেন ৬৩৭ ভোট। মোট ১১৭ টি কেন্দ্র থেকে ১১৫টির ফলাফল এখানে ঘোষণা করা হয়।দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.