ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,গ্রেফতার ১৫
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার ৪ টিতে নৌকা-একটিতে স্বতন্ত্র জয়ী

নেত্রকোনার পাঁচটি  আসনের মধ্যে বেসরকারি নির্বাচনী ফলাফলে ৪ টিতে নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারীভাবে বিজয়ী হয়েছে। একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। নেত্রকোনা-১,২,৪ ও ৫ আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী হন। এছাড়া নেত্রকোনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাকে  হারিয়ে বিজয়ী হয়েছেন।
রবিবার সাড়ে নয়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ জেলা প্রশাসকের   কার্যালয় থেকে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ১শ ২৪ টি কেন্দ্রের মধ্যে ১২৪ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মোশতাক আহমেদ রুহী (নৌকা) প্রতিক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট। শতকরা ভোট পেয়েছেন ৮৪.৭৭।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ওরফে ঝুমা তালুকদার (ট্রাক) পেয়েছেন ২৫ হাজার ২১৯ ভোট।
নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনে ১শ ৭২টি কেন্দ্রের মধ্যে ১৭২টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৫৩ ভোট। শতকরা ভোট পেয়েছেন ৫৪.০২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় (ঈগল) পেয়েছেন ৮৬ হাজার ২৮৭ ভোট।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের ১৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৯ টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক) প্রতীকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৮ শত ৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত অসীম কুমার উকিল (নৌকা) প্রতিকে পেয়েছেন  পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের ১৪৭টি কেন্দ্রের মধ্যে ১৪৭ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত সাজ্জাদুল হাসান (নৌকা) প্রতিকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।  তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৮ ভোট। শতকরা ভোট পেয়েছেন ৯৫.৮৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লিয়াকত আলী খান (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৭শ ৫৯ ভোট।
 নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ৮১টি কেন্দ্রের মধ্যে ৮১ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত আহমদ হোসেন (নৌকা) প্রতীকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। শতকরা ভোট পেয়েছেন ৬৯.২৪। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৬৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম সোহেল পেয়েছেন ২৭ হাজার ২ শ ১৪ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুনঃ