
পটুয়াখালী- ১ আসনে ভোট চলাকালিন জাতীয় পার্টির প্রার্থী পার্টির কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের উপর বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন তালুকদারের সমর্থক কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির কর্মী সমর্থকরা।৭জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিল শেষ করা হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় এবিএম রুহুল আমিন হাওলাদারের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং প্রশাসনের কাছে বিচার দাবী জানিয়ে বক্তব্য রাখেন,
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি। মিছিলে আওয়ামীলীগের ও জাতীয় পার্টির তিন শতাধিক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।