
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেয়ার দায়ে ২ যুবককে প্রথমে আটক ও পরে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রবিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।
সহকারি রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮ টায় সময়। এই কেন্দ্রে সকাল ১১টার দিকে জাল ভোট দিতে আসেন বাড়িউড়া গ্রামের নজর আলীর ছেলে মনির খান (৩৫) ও দারু মিয়ার ছেলে মোঃ ওয়াসিম (১৮)। এ সময় দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা হাতেনাতে আটক করেন এই দুই যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম দুই যুবকের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে তাদেরকে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার আবদুস সালাম বলেন, জাল ভোট দিতে এসে ধরা পড়েছে এই দুই যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মেজবা উল আলম ভূঁইয়া।