
কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া রাঙামাটি রাজস্থলীর ১২টি ভোটকেন্দ্রে রবিবার সকাল ৮ টা হতে চার টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল হতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে আসতে শুরু করেছেন নারী-পুরুষ ভোটারেরা।
হালকা শীতে ভোটকেন্দ্র গুলোতে নির্বিঘ্নে নিজ নিজ ভোট দিতে পেরেই খুশি ভোটার সমাজ।
এদিকে দুপুর ১২ টা ১৫ মিনিটে ৩ নং বাঙালহালিযা প্রাইমারী কেন্দ্রে দেখা যায়,৭০ থেকে ৮০ বছর বয়সীরা ভোট দিতে দেখা গেছে।
বৃদ্ধ ভোটাররা বলেন জীবনের শেষ বয়সে এসে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।
এদিকে তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গিয়ে দেখা যায়, মোটামুটি ভোটার উপস্থিতি আছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে বাঙালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশী। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম বলেন,কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া সকাল ৮ টা হতে ভোট গ্রহন চলছে।
এদিকে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে রাজস্থলীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা এসময় তিনি সাংবাদিকদের বলেন,অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে।
রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন,রাজস্থলী ১২টি ভোটকেন্দ্রে কাজ করছেন ১২ জন প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার সহ ১৫৩ জন অফিসার কাজ করছেন।
রাজস্থলী উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্র বলছে, চুড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজস্থলীতে মোট ভোটার ২০ হাজার ৫৫৬জন
এদিকে যোগাযোগ করা হলে রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইকুল ইসলাম,চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল হক এবং রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন বলেন, কোন রকম সহিংসতা ছাড়া উৎসব মুখর পরিবেশে রাজস্থলীতে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে ।
রাজস্থলী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতেই রাজস্থলী উপজেলায় ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করেছেন।
এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা মাঠে কাজ করেছেন। পাশাপাশি পুলিশ এর টহল দল ও সার্বক্ষনিক মাঠে টহল দিয়েছেন।