
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া ভোটকেন্দ্রের বাইরে লাঙ্গল সমর্থকদের ওপর হামলা চালানোর খবর পাওয়া গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে তাঁর বাহিনী এ হামলা চালায় বলে জানা যায়। সুুত্রে জানা গেছে, এতে লাঙ্গল প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার এর এপিএস সোহেলসহ অন্তত ৫জন আহত হয়েছেন বলে জানা যায়। ৭ জানুয়ারি রবিবার বিকাল আনুমানিক পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ-র্যাব-বিজিবি ও সেনা সদস্যরা ঘটনাস্থলে যান বলে জানা যায় ।
আহত সোহেল গণমাধ্যমের প্রতিনিধিদের জানান, লাঙ্গলের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার গাড়ী নিয়ে ওই ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন এর ভাই জেলা আওয়ামী লীগ সদস্য কামাল হোসেন এর নেতৃত্বে তাঁরা প্রার্থীর গাড়িতে হামলা করতে তেড়ে আসে। এ সময় তিনিসহ অন্য কর্মীরা গাড়ী থেকে নেমে সামনে এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে এবিএম রুহুল আমিন হাওলাদার গনমাধ্যমের প্রতিনিধিদের জানান, দিনভর সুস্ঠু নির্বাচন হলেও কামাল লাঙ্গলের সহকর্মীদের ওপর হামলা চালিয়ে গোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।
কামাল হোসেন গণমাাধ্যমে প্রতিনিধিদের জানান, দুইপক্ষ শ্লোগান দেয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে।পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।