আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খানকে সংবর্ধনা ও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠান সোমবার বেলা ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর গাজী মো. কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা প্রশাসক, ও উপজেলা পরিষদ প্রশাসক মো. রোকনুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম আরিফ। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার জমিদাতা সদস্য মো. রফিকুল আলম,ম্যানেজিং কমিটির সদস্য গাজী মো. শহিদ. উপ অধ্যক্ষ মাওলানা, মো. ইউছুফ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো. আব্দুল খালেক, মাদ্রসার শিক্ষক মাওলানা মো. মোস্তাফিজুর রহমান, মাওলানা মো. রুহুল আমীন প্রমুখ।বক্তারা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।