
চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চগড়ে ভোট গ্রহণ চলছে। তবে ভোট কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইনের বিপরীতে প্রায় জনশূন্য। পঞ্চগড়-১ আসনে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দুই জন। নৌকা প্রতীকে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট। দুই একটি কেন্দ্রে নৌকার সমর্থক ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে ছোট খাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ।
প্রার্থীর প্রতিনিধিরা বাড়ি বাড়ি অটোরিকশা/ ভ্যান পাঠিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসলেও আশানুরূপ ভোট পরছে না ব্যালট বাক্সে। আবার একই চিত্র দেখা গেছে পঞ্চগড়-২ আসনেও। সেখানে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেড নুরুল ইসলাম সুজন নৌকা প্রতীকে নির্বাচন করছেন। সেখানে আওয়ামীলীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করে নি। শক্তিশালী কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই সেখানে। স্থানীয়রা বলেন, আমরা ভোট দেই বা না দেই দুই আসনে এডভোকেড নুরুল ইসলাম সুজন নৌকা প্রতীকে নির্বাচিত হবেন। কেননা শক্তিশালী কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই সেখানে। আবার পঞ্চগড়-১ আসনের স্থানীয়রা জানান, শুনতেছি প্রার্থী বেশ কয়েকজন। কিন্তু আমরা নৌকা আর ট্রাক প্রতীক ছাড়া কাউকে দেখছি না। দুজনের মধ্যে যেই নির্বাচিত হোক না কেন দুজনই তো আওয়ামীলীগের। এলাকার অনেকের সাথে কথা বলে জানা গেছে, ভোটে আগ্রহ নেই। একসময় আনন্দ মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এই নির্বাচনে সাধারণ মানুষের তেমন আনন্দ নেই। অনেকেই ভোট কেন্দ্রে ভোট দেখতে গেলেও ভোট না দিয়েই বাড়ি ফিরছেন ।