
দিনাজপুর ৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুরে) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ৭ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯ টায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফুলবাড়ী মহিলা কলেজ সেন্টারে ভোটারদের সরব উপস্থিতি।
দিনাজপুর ৫ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ভোট প্রদান করেন ফুলবাড়ী মহিলা কলেজ সেন্টারে। পাশাপাশি তার দুই কন্যা ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলাও ভোট প্রদান করেন এই সেন্টারে।
ফুলবাড়ী গোলাম মোস্তফা জি এম উচ্চ বিদ্যালয় সেন্টারে ভোট প্রদান করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিলন্ট বিভিন্ন সেন্টারগুলো ঘুরে ঘুরে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে চৌকস দৃষ্টি রেখেছে গোয়েন্দা সংস্থার লোকজন।
সব মিলিয়ে সকাল থেকে দিনাজপুর ৫ আসনের ভোট প্রদান এবং ভোটগ্রহণ উৎসব পরিবেশে চলছে এখন পর্যন্ত কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মীর মোঃ আল কামাহ তমাল জানান ভোটের পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে ভোট কেন্দ্রগুলোতে আসছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, ফুলবাড়ীর মানুষ অত্যন্ত শান্ত এবং ভদ্র আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, এবং উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
আশা করি শেষ পর্যন্ত ভোট গ্রহণের কাঙ্খিত লক্ষ্য পূরণ হবে।
নির্বাচনের বিষয়ে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান, এসময় বেদদিঘি ইউপি চেয়ারম্যান শহ মোঃআব্দুল কুদ্দুসকে ভোট সেন্টারগুলো ঘুরতে দেখা গেছে।শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে, উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।