আমতলী (বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে সামুদ্রিক মৎস্য আহরণে বিরত থাকা আমতলী সদর ইউনিয়নের জেলেদের মাঝে ভিচিএফ এর চাল বিতরণ করা হয়েছে। জেলেদের মধ্যে জনপ্রতি ৫৬ কেজি করে মানবিক সহায়তার কর্মসূচির আওতায় ৩৪১ জন জেলেকে এ চাল বিতরণ করা হয় । চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ খান তাপস । জানা গেছে, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের সামুদ্রিক জলসীমায় মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন সরকার। নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাগবে সরকার তাদের জন্য মানবিক সহায়তার কর্মসূচির আওতায় বিশেষ চাল বরাদ্ধ দেওয়া হয়।
২৩ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় সামুদ্রিক মাছ আহরণে বিরত থাকা ইউনিয়নের ৩৪১ জন নিবন্ধিত জেলের মাঝে জেলেপ্রতি ৫৬ কেজি করে চাল দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো.ফিরোজ খান তাপস ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নিজাম ,মৎস্য অফিসের প্রতিনিধি মো. আরিফুর রহমানসহ সকল ওয়ার্ডের সদস্যরা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।