
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৫৫, বাগমারা-৪ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল আট ঘটিকায় শুরু হয়ে একটানা বিরতিহীন ভাবে চারটা পর্যন্ত চলবে।
ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামির কুৎসা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটাররা শান্তি পূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন।
কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মসলেম উদ্দীন, পলাশী ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহিদুর রহমান, হামিরকুৎসা উ: বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রিজািডিং অফিসার জাহাঙ্গীর আলম, , রায়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার শামসুল আলম মীর,কোনাবাড়িয়া দাখিল মাদ্রাসা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মুরাদ কাদের, যুগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার নাজির আহমেদ, ভটখালি উ: বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার মমতাজ হোসেন,কাঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার আলাউদ্দিন হোসেন জানিয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে মহিলা ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত।
তবে সকাল দশ ঘটিকার পরও পুরুষ ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি।
বাগমারা আসনে ০৬ জন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাঁরা হলেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান এম.পি এনামুল হক কাঁচি প্রতীক, নৌকার মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব প্রাং, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন মাথাল , এনপিপির আম প্রতীকে জিন্নাতুল ইসলাম জিন্না, বিএনএম’র সাইফুল ইসলাম রায়হান নোঙ্গর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এম. পি এনামুল হক সাঁকোয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, অধ্যক্ষ আবুল কালাম আজাদ জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, আবু তালেব প্রামানিক ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, বাবুল হোসেন বীরকয়া ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন।
আজ ৩ লক্ষ, ৬ হাজার, ৩৫২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য বিএনএম এর প্রার্থী সাইফুল ইসলাম রায়হান নিজের ভোট নিজেকে দিতে পারবেন না। কারণ তিনি চারঘাট এলাকার ভোটার। বেলা ১.৫২ মি: পর্যন্ত (ভোটের দিন) কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।