
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি শেষ, রাত পোহালেই হচ্ছে ভোট। নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে নৌ-বাহিনী, বিজিবি,পুলিশ ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ নির্বাচনে প্রথমবারের মতো ভোটের দিন অর্থাৎ কাল সকালে ভোট কেন্দ্রে পৌঁছবে নির্বাচনী ব্যালট পেপার। জেলা রিটানির্ং অফিসারের কার্যালয় জানায়, এ আসনে ভোট গ্রহণের দিন সকালে ১১৮টি কেন্দ্রে পাঠানো হবে।সহকারি রিটানির্ং অফিসার ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আহমদ বলেন,শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে ইতোমধ্যে এ উপজেলার সব কেন্দ্রে নির্বাচনী ব্যালটবাক্স ও অন্য সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত বরগুনা-২ আসন। এ আসনে রয়েছে দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ২৪৭। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৭ হাজার ৫৯৩ ও নারী ১ লাখ ৫৯ হাজার ৬৫২ ও তৃতীয় লিঙ্গের ২। এসব ভোটার ১১৮ টি ভোটকেন্দ্রের ৭৬৪ টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচনের সার্বিক বিষয়ে বরগুনা জেলা প্রশাসক ও রিটানির্ং অফিসার মো: রফিকুল ইসলাম জানিয়েছেন, এ আসনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোলযোগের শঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি শেষ হয়েছে।