নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় তীলের ক্ষেত থেকে অজ্ঞাত এক মানুষের কংকল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরের দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের বিলের মধ্যে তীল ক্ষেত থেকে কংকলটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের বিলের মধ্যে থাকা তীল কাটতে গিয়ে একটি অজ্ঞাত মানুষের কংকলের হাড় ও মাথার খুলি বিভিন্ন স্থানে ছড়িয় ছিটিয়ে আছে দেখেতে পান লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওত হোসেন নামে এক ব্যক্তি। পরে লোহাগড়া পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কংকলটি উদ্ধার করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই কংকলটি নারী নাকি পুরুষ এবং এর পরিচয় জানা যায়নি। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মানুষের কংকল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নারীর। আমরা সকল থানায় ম্যাসেজ পাঠাচ্ছি। এটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।