
আর মাত্র কয়েক ঘন্টা। সকাল হলেই শুরুহবে দ্বাদশ জাতীয় র্নিবাচনের ভোট গ্রহণ র্কাযক্রম। এ উপলক্ষে শনিবার দুপুর থেকে দিনাজপুর-৬ আসনের ঘোড়াঘাট উপজেলায় শুরুহয় র্নিবাচনী সরঞ্জাম কেন্দ্রে পোঁছানোর র্কাযক্রম।
শনিবার দুপুরে উপজেলা র্নিবাচন অফিসের সামনে সহকারী রির্টানিং র্কমর্কতা এবং উপজেলা র্নিবাহী র্কমর্কতা (ইউএনও) রফিকুল ইসলাম সবগুলো কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং র্কমর্কতার হাতে ব্যালটবাক্স সহ অন্যান্য র্নিবাচনী সরঞ্জাম তুলে দেন।পরে ব্যালট বক্স সহ অন্যান্য সরঞ্জাম পুলিশ ও আনসার সদস্যরা স্ব স্ব কেন্দ্রে নিয়ে যায়। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে র্নিবাচনী ব্যালট পেপার রবিবার সকালে র্পযাপ্ত নিরাপত্তা মাধ্যমে কেন্দ্রে পৌঁছানো হবে।সহকারী রির্টানিং র্কমর্কতার র্কাযালয়ের তথ্য অনুযায়ী,ঘোড়াঘাট উপজেলায় চারটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫১৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ২৯৬ জন এবং নারী ভোটার ৫৩ হাজার ২২০ জন নিরাপত্তার জন্য ভোট গ্রহণের দিন পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থার কয়েক স্থরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সহকারী রির্টানিং র্কমর্কতা এবং ঘোড়াঘাট উপজেলা র্নিবাহী র্কমর্কতা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, শান্তির্পূণ পরিবেশে ভোট গ্রহণ শেষ করতে আমরা সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। আশা করছি এই উপজেলায় সুষ্ঠুও শান্তির্পূণ পরিবেশে র্নিবাচন শেষ হবে।