
আজ ৪ জানুয়ারি রোজ শনিবার সকাল ৮ ঘটিকা থেকে আগামী ৭ এই জানুয়ারি জাতীয় র্নিবাচন উপলক্ষে নির্বাচন অফিস থেকে রির্টানিং অফিসারের কাছ থেকে বেলেট বাক্স ও ব্যালট পেপার নিয়ে বিভিন্ন কেন্দ্রে সরকারি রির্টানিং অফিসাররা রওনা দিয়েছে এ সময় সকল র্কমর্কতাকে ব্যস্ততা দেখা। এ সময় আগামী দ্বাদশ
জাতীয় র্নিবাচন উপলক্ষে অবাধ সুষ্ঠুকরার লক্ষ্যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে ।