ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মাধবপুরে চার আসামির মৃত্যুদণ্ড
এবার পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থার পরিকল্পনা:ডিএমপি কমিশনার
গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান: রাস্তা ও ফুটপাতের অন্তত ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে- সাব-ইন্সপেক্টর সুজন দাশ
এসএসসি পরীক্ষার্থীদের জন্য কলম উপহার দিলেন ব্যারিস্টার ‘কায়সার’
নওগাঁয় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার
দুইটা কালভার্ট বদলে দিয়েছে নড়াইলের দশটি গ্রামের মানুষের জীবন
পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার আটক-১
কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে মৃত্যু ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন
সরাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নওগাঁয় স্ত্রীর স্বীকৃতি চেয়ে এক নারী সংবাদ সন্মেলন
রাণীনগরে ভ্যানের চাকায় শাড়ি আঁচল পেঁচিয়ে বৃদ্ধা নিহত
পল্লবীতে জুয়ার আসর থেকে ৩ জুয়ারী গ্রেফতার
ঢাকা উ.সিটির সাবেক কাউন্সিলর মুরাদ গ্রেফতার

ভোটকেন্দ্রে যে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়

শর্তক থাকার নির্দেশ পুলিশ সুপার মুক্তা ধর এর

নুরুল আলম:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশ সুপারের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জানুয়ারি ২০২৪) সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সদর থানার আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) র‌্যাব-৭, পুলিশ, এপিবিএন, স্ট্রাইকিং ফোস, আনসার মহিলা আনসার সদস্যদের নির্বাচনী উদ্দেশ্যে বলেন, নির্বাচনী মালামাল আছে এ মালামালগুলো ভোটকেন্দ্রে পৌছানোর জন্য প্রস্তুতি চলামান আছে এবং আপনাদের মাধ্যমেই সেই যাত্রাটা শুরু হবে।

মনে মধ্যে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনকরার লক্ষ্যে নির্বাচন কমিশন আমাদেরকে যেবাবে দিক নির্দেশনা প্রধান করেছেন সেই নির্দেশনা সাপেক্ষে বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসার, গ্রামরক্ষা বাহিনীসহ অন্যান্য সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্র নিরাপত্তা ও সুরক্ষা আপনাদের উপরে। নির্বচনী সরঞ্জাম ও প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোটকেন্দ্রে উপস্থিত হবেন তার সাথে সাথেই পুরো ভোটকেন্দ্রটি বিদ্যুৎ, পানিসহ যে কোন ধরনের সদস্যা থেকে থাকে তাহলে আমাদের অবগত করবেন। আমরা তাৎক্ষনিক সদস্যার সমাধান করব।

তিনি আরো বলেন, আগামীকাল সকাল ৮টায় যখন ভোট গ্রহন শুরু হবে সুশৃঙ্খল ভাবে লাইনে থেকে যেন হয় এ সৃঙ্খলাটা অপনাদের আনায়ন করতে হবে। ভোটকেন্দ্রের ভেতরে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়টা আপনাদের দেখতে হবে।

শান্তিপূর্ণ পরিবেশে জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। কোন ধরনের অপ্রিতিকর ঘটনা যদি ভোটকেন্দ্রের পরিস্থিতি ঘটনা ঘটার সম্ভাব না থাকে তাৎক্ষনিক ভাবে কন্ট্রোল রুম ও জেলা প্রশাসকসহ পুলিশকে অথবা ৯৯৯ অবগত করবেন।

এসময় জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তৌফিক, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তানভীর হাসাসন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সাংবাদিকদের বলেন, আমরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছি। পুলিশ, র‌্যাব-৭, এপিবিএন, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তাদের মহান দায়িত্বটা পালন করবে সেটা আমরা ইতিধ্যে ব্রিফিং করা হয়েছে।

এখানে আমাদের ১৯৬টি ভোট কেন্দ্র আছে। ভোটকেন্দ্রে আজকে ভোটসরঞ্জাম পাটানো হবে এবং আগামীকাল সকালে লক্ষ্মীছড়ি উপজেলার দুইটি কেন্দ্রে হেলিকপ্টারে ভোটসরঞ্জাম পৌছে দিয়েছি। কিছুক্ষনের মধ্যে দীঘিনালা উপজেলার একটি কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পৌছে যাবে।

এছাড়াও আমাদের মোবাইল ও স্ট্রাইকিংসহ পুলিশ বিজিবি, আনসার একোই সাথে বাংলাদেশ সেনাবাহিনী একাত্ব সমন্বনীয়ভাবে কাজ করে যাচ্ছি। এবং সবাইযেন অবাধ নিবিগ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য খাগড়াছড়ি পুলিশ প্রস্তুত আছে। খাগড়াছড়ি জেলাতে ১৯৬টি ভোট কেন্দ্র রয়েছে। বিজিবিসহ ৩৩৭৩ আইনশৃঙ্খলা বাহিনী এছাড়া জেলায় প্রায় ১২০০ জন্য পুলিশ সদস্য কাজ করছেন পুলিশ বলে জানায় পুলিশ কর্মকর্তারা। পুলিশ সুপারের ব্রিফিং শেশে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা নির্বাচনের ভোটকেন্দ্রে পাওয়ার গাড়ি করে নির্বাচন অফিসে যান। দুপুরে নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।

শেয়ার করুনঃ