
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর- ৩ আসনে নির্বাচন করছেন। সমাজ সেবক মূলক কাজ,এতিম অসহায় মানুষের কাছে দানবীর নামে পরিচিত,জ্ঞান হওয়ার পরে থেকেই রাজনীতিতে পা বাড়নো।দলের দুঃসময়ের সঙ্গী হয়ে নিজের জীবন বাজি রেখে রাজপথ কাপানো, ফরিদপুর সদরের যার জন্মস্থান,ফরিদপুর বাসীর আপদ-বিপদের সঙ্গী বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী শামীম হক।
তিনি দলের একজন শ্রদ্ধাশীল নেতা, একজন আর্দশ কর্মী,সত ও সাহসী প্রতিনিধি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচন উপলক্ষে ফরিদপুরে এসে জনসভার মাধ্যমে সেটা প্রমান করে দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি, নৌকার মনোনীত প্রার্থী শামীম হক একান্ত আলাপচারিতায় বলেন, নানা ঘাত প্রতিঘাত, বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে, নিজের সব কিছু বিসর্জন দিয়ে অবহেলিত ফরিদপুর বাসী মুখে একটু হাসি ফুঠাতে, এতো বড় দায়িত্ব নিজের কাঁদে নিয়ে মাঠে নেমেছি।আমি আমার ফরিদপুর মানুষগুলোকে জ্ঞান হওয়ার পর থেকেই চিনি এবং জানি।এই মানুষগুলোর চাহিদা খুব সামান্য তার চাই শান্তিতে বসাবাস করতে,কোন সহিংসতা চাইনা,মান সন্মান ইজ্জাত নিয়ে বুক ফুলিয়ে বেঁচে থাকতে চাই। এদের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে জীবনের বাকিটা সময়টা কাটিয়ে দিতে চাই এটা স্বপ্ন।
তিনি আর ও বলেন, আওয়ামী লীগ এমন একটি দল এই দলের উদ্দেশ্য শুধু দেশ ও জাতির কল্যাণে কাজ করা। আমি এই দলের একজন প্রতিনিধি ও কর্মী হিসাবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি মনে প্রানে বিশ্বাস করি (৭শে জানুয়ারী) নির্বাচনে ফরিদপুরে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। এবং আমার যে স্বপ্ন ফরিদপুর বাসীর জন্য আঁকড়ে ধরে রেখেছি সেটা পূরণ হবে।
ফরিদপুর বাসী আমার আশা পূরণ করলে (৭জানুয়ারী) নৌকাকে বিজয়ী করলে,তাদের কোন চাওয়া অপূর্ণ থাকবেনা। যে কোন মূল্যের বিনিমিয়ে আমি তাদের চাওয়া পূরণ করবো। এবং আমি বিশ্বাস রেখে বলছি সৃষ্টিকর্তা আমার সহায় হলে আমি সেটা করতে পারবো।
তিনি বলেন,স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক মার্কার প্রতিনিধি একে আজাদের উদ্দেশ্য বলেন। তাঁর টাকা আছে,মিডিয়া আছে তাঁর জোড় দেখিয়ে তিনি সব কিছু আদায় করতে চাই। তিনি নৌকার মনোনয়ন পত্র না পেয়ে খোপে আক্রোশে অর্থের জোড়ে নির্বাচন করতে নেমেছে।
রাজনীতিতে তার পরিচিতি বা কর্মকান্ডা কতটুকু সেটা ফরিদপুরে জনগণ জানে। অর্থের কারিশমা দেখিয়ে, বিএনপি জামায়াতের সাথে হাত মিলিয়ে।ফরিদপুর বাসীকে মিল কারখানা তৈরী,বেকার ছেলে মেয়েদের চাকরি দেয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে। ফরিদপুরের জনগণ এতো বোকা না। তার সব কলা কৌশল বুঝে গিয়েছেন। তারা কখনো অর্থের কাছে বাহারি রকমের মিথ্যা আশ্বাসে পড়ে তাদের নীতি আর্দশকে বিক্রি করেনা। নৌকাকে তারা ফরিদপুরে জয়যুক্ত করবেই।
তিন আর ও বলেন,আমি ফরিদপরের সদরের সন্তান, এই ফরিদপুর বাসীর প্রতি আমার যতটুকু মায়া মমতা আত্মার টান রয়েছে। যেটা অন্য কারোর মধ্যে কতটুকু রয়েছে সেটা জনগণ বুঝে ও জানে। আমি আওয়ামী লীগের একজন প্রতিনিধি হয়ে যা করতে পারবো,সেটা অন্য কেউ কতটুকু করতে পারবে সেটা জনগন বুঝে বা জানে। আপনারা তো দেখেছেন কি ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে, তার মালিকানাধীন ব্যক্তিগত মিডিয়াই বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছেন। আমার লোকজনদের হয়রানি করে চলছেন,নৌকার অফিস আগুন দিয়ে পড়িয়ে ভাঙচুর করে নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা করছে।এতেই প্রমাণিত হয় তার রাজনীতির মাঠ কতটুকু শক্ত। আমি চাই এই ফরিদপুর ৩ আসনে একটি অবাধ সুন্দর নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারি।