মোঃ ছাইফুল ইসলাম জিহাদ হাতিয়া(নোয়াখালী)প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার সূর্যমুখী এলাকায় ত্রিশ বছরের পুরাতন মাছ ঘাটের পাশে আরেকটি নতুন মাছ ঘাট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় মাছ ব্যবসায়ীরা ও সাধারণ জেলেরা। সোমবার দুপুরে বুড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সূর্যমুখী উত্তর বাজারের মাছ ঘাট ব্যবসায়ী ও জেলেদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বাজার কমিটির সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক নান্টু,ব্যবসায়ী মো. ইব্রাহিম,ব্যবসায়ী মোহাম্মদ শরীফ উদ্দিন,ব্যবসায়ী মোহাম্মদ হাসান সহ বাজারের শতাধিক জেলে ও ব্যবসায়ীবৃন্দ।
ব্যবসায়ী মো. ইব্রাহিম বলেন, গত ত্রিশ বছর যাবত এ বাজারের স্থায়ী ব্যবসায়ীরা মাছ ব্যবসা করে আসছেন। ৫ আগষ্টে পর একটি চাঁদাবাজ গ্রুপ নিজেদেরকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য পরিচয় দিয়ে এ ঘাটের মাছ ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত চাঁদা পূরণ না করায় আমাদের বাজারের দক্ষিণ পাড়ে আরেকটি মাছ ঘাট নির্মাণের পঁয়তারা করে। তারা সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের নামে মাছ ঘাট চালুর চেষ্টা করে। কিন্তু ফজলুল আজিম বিষয়টি জেনে চরম আপত্তি করেন। পরবর্তীতে তারা হাতিয়া ফিশারিজ ঘাট নামে ওই ঘাটটি চালু করে। একই বাজারে দুইটি মাছ ঘাট চালু থাকলে দাঙ্গা হামাঙ্গা ও খুন খারাবি সহ নানান অপক্রমের সম্ভাবনা রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।মাছ ব্যবসায়ী মো. শরীফ উদ্দিন বলেন, আমাদের ব্যবসায়ীদের থেকে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন উক্ত গ্রুপ। আমি ও এই বাজারের কয়েকজন ব্যবসায়ী বিশ, ত্রিশ,করে পঞ্চাশ হাজার দিয়েছি। এ টাকা পেয়েও তারা ক্ষ্যান্ত হয়নি। প্রতিনিয়ত এই বাজারের ব্যবসায়ীদের হুমকি ধামকি দিয়ে আসছে। দাবিকৃত চাঁদা সম্পূর্ণ পরিশোধ না করায় গত ২০ জুন বাজার সংলগ্ন খালের দক্ষিন পাড়ে বহিরাগত ব্যবসায়ীদের দিয়ে একটি মাছ ঘাট উদ্বোধন করে। এতে স্থানীয় ব্যবসায়ী ও বহিরাগত ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ সংঘাতের আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা।তারা অনতিবিলম্বে উক্ত মাছঘাট বন্ধ করতে প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এতে অংশগ্রহন করেন সূর্যমূখী উত্তর পাড়ের মাছ ঘাটের প্রায় ৫শতাধিক ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা। সোমবার দুপুরে শুরু হওয়া ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, হাতিয়ার সূর্যমূখী এই মাছ ঘাটটি দীর্ঘ ৩০ বছরের পুরাতন ঘাট। হঠাৎ করে একটি গুষ্টি এই ঘাটের পাশে খালের দক্ষিন পাড়ে নতুন করে একটি মাছ ঘাট তৈরি করে। এতে করে ব্যবসায়ী ও জেলেদের মধ্যে টানাপোড়ন দেখা দেয়। বক্তারা আরো বলেন, দ্রুত নতুন সৃষ্টি হওয়া ঘাটটি বন্ধ না হলে তা সংঘাতে রুপ নিতে পারে। এজন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।