প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ
চুনারুঘাটে ধলাইপাড় প্রাঃ বিদ্যাঃ ভোট সেন্টারে মধ্যরাতে আগুণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লক্ষীপুর বাজার সংলগ্ন ধরাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের (সেন্টার) আগুণ দেয়ার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ওই কেন্দ্রটিতে নির্বাচনী কোন সরঞ্জামাদি না পৌঁছার কারণে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা যায়,।
মধ্যরাতে হঠাৎ করে বিদ্যালয়ের একটি কক্ষে আগুণ দেয় দুর্বৃত্তরা। পরে তা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পরে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে ।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনা হয়। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রæত দোষীদের আইনের আওতায় আনা হবে।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ভয় ভীতি ছড়াতেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.