
রাত পোহালেই ভোট। ৭ জানুয়ারি দিন শেষে কে পড়বে বিজয়ের মালা? কে হাসবে শেষ হাসি? প্রচার প্রচারণা ছিলো চোখে পড়ার মতো। প্রার্থীরা দিয়েছেন নানা প্রতিশ্রুতি।
বর্তমান লাঙলের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তুলে ধরছেন উন্নয়নের ফিরিস্তি। স্বতন্ত্র প্রার্থী প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের ভাগ্নি, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আফরুজা বারীর সুযোগ্য কন্যা নাহিদ নিগার সাগর সুন্দরগঞ্জে গড়তে চায় শিল্প কলকারখানা সহ স্মার্ট সুন্দরগঞ্জ।
কার টোপ গিলবে জনগন? অনুসন্ধানে বের হয়েছিল সকালের খবর টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি, সারা সুন্দরগঞ্জ ঘুরে কথা বলেছেন বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে। কেউ বলেছেন ‘ কী হইবে বাহে ভোট দিয়ে হামরা আইজও যেমন কাইলও তেমন’। সচেতন ভোটারগণ দেখে শুনে ভোট দিবেন বলে জানিয়েছেন।
অনেকেই বর্তমান লাঙলের এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন তিনি এলাকায় থাকেন না, সাধারণ মানুষের ফোন ধরেন না, তিনি ঢাকায় টকশো নিয়ে ব্যস্ত থাকেন। এমনকি গতোকাল শুক্রবার চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মসজিদে লাঙলের ভোট চাইতে গেলে মুসল্লিরা তাকে অপদস্থ করে বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা।
অন্যদিকে নতুন মুখ নাহিদ নিগার সাগর সুন্দরগঞ্জের নারী ভোটারদের মন জয় করে নিয়েছেন। মুরব্বীরা তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছেন। নতুন ভোটারগণ বলছেন যে, আমরা নতুন প্রার্থীকেই ভোট দিয়ে জয়যুক্ত করব।
গুটিকয়েকজন ছাড়া উপজেলা আওয়ামীলীগের সবাই কাজ করে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার সাগরের ঢেঁকি মার্কার পক্ষে। সব মিলিয়ে নাহিদ নিগার সাগরের ঢেঁকি মার্কারই বিজয়ের অপার সম্ভাবনা দেখছেন বিশিষ্টজনরা।