
কারিমা আক্তার
অতিরিক্ত কথাবার্তা
দীলকে কঠিন করে,
খাঁটি মুমিন নীরব থেকে
রবের জিকির স্মরে।
কঠিন দীলে ইবাদতে
যায় না পাওয়া স্বাদ,
অস্থিরতায় উদাস হয়ে
বাড়ে আর্তনাদ।।
কথার গুণে ফুটে ওঠে
নিজের পরিচয়,
ন্যায়ের কথা বলতে পারো
নেই তো কোনো ভয়।
বাজে কথায় নেই কোনো লাভ
সব দিক থেকেই ক্ষতি,
বুঝে শুনে চলে যে জন
সেই তো পুণ্যবতী।।
কথার দ্বারা যায় যে বোঝা
কতো বুদ্ধিমান,
কে কতোটুক নির্বোধ আর
কার কতোটা জ্ঞান।
কাথার দ্বারা সম্পর্ক হয়
অনেক মধু ময়,
কথার আঘাত আবার কারো
জীবন করে ক্ষয়।।
কথা দিয়ে মানব জাতী
করে যায় চালাকি,
মিষ্টি কথায় তেল দিয়ে যায়
কাজের সময় ফাঁকি।
কথা দিয়ে কেহ আবার
করে নানান চাল,
কুটনীতিতে অবশেষে
পুড়ে নিজ কপাল।।
কথার দ্বারাই গুনাহ আবার
কথার দ্বারাই নেকি,
জবানকে তাই রক্ষা কর
না হয় আমল মেকি।
কথার দ্বারাই স্বর্গ নরক
জেনে রেখো ভাই,
জবান রক্ষা করার মতো
ভালো আমল নাই।।
হিসেব করে কথা বলো
সব মানুষের সনে,
চুপ থাকে যে নাজাত পায় সে
রেখো সদা মনে।
দেখবে তবে ভুল ত্রুটি
হবে অনেক কম,
দো’জাহানে হবে তুমি
সব থেকে উত্তম।
মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার