
মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড.আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনেছে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। একই সাথে কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠেংগামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী’র মহিলা পোলিং এজেন্ট শোভা আক্তার(৫০)কে পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি আজ(শুক্রবার) বিকেলে কালকিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উক্ত অভিযোগ করা হয়। এসময় স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন ‘ খবর পেয়েছি নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ায় এখন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে নৌকার প্রার্থী।
প্রয়োজনে নিজেদের লোক মেরে এবং নিজেদের গাড়িতে ভাঙচুর
হামলা করে আমাদের কর্মীদের মামলা দিয়ে হয়রানি করবে। আমরা প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি। এপর্যন্ত যত অভিযোগ করেছি তার মাত্র দুই তিনটির সূরাহা পেয়েছি। বাকিটার কোন ব্যবস্থা পাইনি তাই প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবী করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, পৌর
আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান
সোহেল তালুকদার ও সোহেল রানা মিঠু, উপজেলা ছাত্রলীগের
সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা শ্রমিক লীগের
সভাপতি আমিন মিজানুর রহমান,উপজেলা মহিলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক কহিনুর সুলতানা, উপজেলা কৃষক লীগের সদস্য
সচিব ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন
সম্পাদক সাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান
আঃ হাই সহ স্থানীয় নেতৃবৃন্দ।