মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি”
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে বিজিবি’র বিশেষ অভিযানে মালিকবিহীন ২টি একনলা বন্দুক ও ৩টি শর্টগান উদ্ধার করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিওপি’র জোয়ানরা এ অভিযান পরিচালনা করেন।
রোববার (২২ জুন) রাতে সীমান্ত পিলার ৫০ থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরের লেমুতলী পাহাড়ি জঙ্গলাকীর্ণ এলাকার “চেয়ারম্যান ভাঙ্গা” নামক স্থানে বিজিবির চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস দমনে চলা অব্যাহত অভিযানে এ-সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হন।
বিজিবি সূত্রে জানান, চোরাকারবারি ও সন্ত্রাসী শাহিন ডাকাত গ্যাংয়ের বিরুদ্ধে চলমান এ অভিযান দুষ্কৃতিকারীরা টের পেয়ে অস্ত্রগুলো রেখে পালিয়ে যায় এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এ ৫ টি অস্ত্র উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস সোমবার (২৩ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সাংবাদিকদের বলেন, চোরাচালান ও সন্ত্রাস নির্মূলে সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে।