ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান

ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের সমর্থকের বিরুদ্ধে মামলার নির্দেশ নির্বাচন কমিশনের

ব্রাক্ষ্মণবাড়িয়া- ১(২৩৪ নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে একরামুজ্জামানের একজন সমর্থকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। এছাড়া ব্রাক্ষ্মণবাড়িয়ার পুলিশ সুপার’কে এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে তা নির্বাচন কমিশনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো: আল আমিন স্বাক্ষরিত এক আদেশে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,
২০০৮ এর বিধি ১১ এর বিধান লঙ্ঘন করেছেন ওই সমর্থক।

এতে আরও বলা হয়, ব্রাক্ষ্মণবাড়িয়া-১ নির্বাচনি এলাকার স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ.কে একরামুজ্জামানের সমর্থক এডভোকেট মহিদ উদ্দিন মহিদ গত ১৫ ডিসেম্বর ” মুজিব সৈনিক আতিক রেজা ” নামীয় ফেসবুক আইডি থেকে লাইভে এসে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে অন্য প্রতিদ্বন্ধী প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা করেছেন। এর মাধ্যমে ওই সমর্থক গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭(৩) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।

এমতাবস্থায়, অভিযুক্ত এডভোকেট মহিদ উদ্দিন মহিদ এর বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ এর অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া আদেশের কপির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যুগ্মসচিব (আইন), নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা; জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, নির্বাচনি এলাকা ২৪৩ ব্রাক্ষ্মণবাড়িয়া-১; আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা অঞ্চল; পরিচালক (জনসংযোগ), নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা; পুলিশ সুপার, ব্রাক্ষ্মণবাড়িয়া; জেলা নির্বাচন কর্মকর্তা, ব্রাক্ষ্মণবাড়িয়া; প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব; নির্বাচন কমিশনার মহোদয়গণের একান্ত সচিব ;সচিব মহোদয়ের একান্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা; অতিরিক্ত সচিব মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাসিরনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া’ কে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুনঃ